নিজস্ব প্রতিনিধি,দু্র্গাপুরঃ দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে দুর্গাপুর মহকুমা এলাকায় বিভিন্ন ক্লাব ও সংস্থার উদ্যোগে এদিন মোট ৯টি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। মোট রক্ত সংগ্রহ হয়েছে ২২০ ইউনিট। বেনাচিতি নূতনপ্ললীতে একত্রিত ক্লাবের উদ্যোগে আয়োজিত শিবিরে ৬ জন মহিলা সহ মোট ২৬ জন রক্তদান করেছেন। প্রাক্তন মহানাগরিক অপূর্ব মুখার্জী শিবির উদ্বোধন করেন। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম শিবির পরিচালনায় সাহায্য করেছে। বেনাচিতি সুভাষপল্লীতে সুকান্ত কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত শিবিরে ১ জন মহিলা সহ মোট ১৭ জন রক্তদান করেছেন।এখানে শিবির উদ্বোধন করেন বিশিষ্ট শ্রমিক নেতা এবং প্রাক্তন মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়। হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কো অর্ডিনেশন সোসাইটি শিবির পরিচালনায় সাহায্য করেছে। দুর্গাপুর ২ নং মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেনাচিতিতে আয়োজিত শিবিরে ১ জন মহিলা সহ মোট ৮ জন রক্তদান করেছেন। মিশন হাসপাতালে ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। এখানে লাইফ কেয়ার হাসপাতালের সাহায্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ১০০ জনের বেশি মানুষ অংশ নিয়েছে। দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কো অর্ডিনেশন সোসাইটি শিবির পরিচালনায় সাহায্য করেছেন। সেন মার্কেট পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুর্গাপুর সেন মার্কেটে আয়োজিত শিবিরে ২ জন মহিলা সহ মোট ৩৪ জন রক্তদান করেছেন। এখানে বিবেকানন্দ হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কো অর্ডিনেশন সোসাইটি শিবির পরিচালনায় সাহায্য করেছেন। আড়ঢ়া শিবতলা টুমরো সোসাল এ্যান্ড কালচারাল ট্রাস্ট এবং দুর্গাপুর প্রেরণা-র উদ্যোগে আড়া শিবতলা দুর্গা মন্দিরে আয়োজিত শিবিরে ১০জন মহিলা সহ মোট ৩৬ জন রক্তদান করেছেন। গৌরীদেবী মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড সেন্টার এখানে রক্ত সংগ্রহ করেছে। নেতাজী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে করঙ্গপাড়ায় আয়োজিত শিবিরে মোট ২০জন রক্তদান করেছেন।প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল শিবিরের উদ্বোধন করেন। মিশন হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। শঙ্করপুর যাদব সেন্টারের উদ্যোগে শংকরপুর গ্রামে আয়োজিত শিবিরে মোট ৩০জন রক্তদান করেছেন।বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন ব্যাঙ্ককর্মী সরমা ঘোষ শিবিরের উদ্বোধন করেন। মিশন হাসপাতালে ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। ঝাঁঝড়া কলোনি নেতাজী সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত শিবিরে ২জন মহিলা সহ মোট ৩১ জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।প্রভাত ফেরীর মাধ্যমে এই শিবিরের সূচনা হয়। উদ্বোধন করেন লাউদোহা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব ভট্টাচার্য।শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ঝাঁজরা প্রজেক্টের জি এম, এ কে শর্মা, এজেন্ট অমিতাভ ভট্টাচার্য্য ,ক্লাব সম্পাদক মৃত্যুঞ্জয় মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।পান্ডবেশ্বর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে খোট্টাডিহি কোলিয়ারি দুর্গামন্দিরে আয়োজিত শিবিরে ১৮ জন রক্তদান করেছেন। আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।