রেলের চলমান সিঁড়ির উদ্বোধন নিয়ে রাজনৈতিক চাপানউতোর বর্ধমানে

0
30

নিজস্ব প্রতিনিধি,বর্ধানঃ রেলের এস্কেলেটর আর ভিডিও ওয়ালের উদ্বোধন কর্মসূচিতেও রাজনীতির ছোঁয়া। বিজেপি সাংসদের কর্মসূচিতে এলেন না দুই তৃণমূল  বিধায়ক।এই নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর।শনিবার বর্ধমান স্টেশনের ৮ নং প্লাটফর্মের চলমান সিঁড়ির উদ্বোধন ছিল। এছাড়াও ছ’ টি ভিডিও ওয়াল চালু হয় এদিন থেকে। এই অনুষ্ঠানে দুটি প্রকল্পেরই সূচনা করেন সাংসদ এস এস আহলুওয়ালিয়া।উপস্থিত ছিলেন পূর্ব রেলের ডি আর এম মণীশ জৈন। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও উত্তরের বিধায়ক নিশীথ মালিক। বোর্ড এবং আমন্ত্রণপত্রে তাদের নাম ছিল। এদিন বিজেপি সাংসদ এস এস আহলুওয়ালিয়া বলেন, আমরা কর্তব্য করেছি। সৌজন্য দেখিয়েছি। ওঁরা এলে ভাল লাগত। আমি ওদের সাথে কথা বলব। অন্যদিকে এদিন উদ্বোধন চলাকালীন কিছু লোক মোদীজি ও সাংসদের নামে জয়ধ্বনি দেয়। এ নিয়ে কিছুটা রক্ষণাত্মক সাংসদ। তিনি বলেন, ওখানে অনেক লোক ছিল। কেউ আমাকে কালো পতাকাও দেখাতে পারত।তবে মোদীজি তো প্রধানমন্ত্রী।  রেলের পুরনো ওভারব্রিজ ভেঙে দেওয়াতে যাতায়াতের যে অসুবিধা হচ্ছে তা নিয়ে রেলকে বলবেন বলেও জানান সাংসদ।

LEAVE A REPLY