সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ শুক্রবার পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের ৪৫ নম্বর সংসদে শুরু হল ঢালাই রাস্তা নির্মাণের কাজ। ১৭০ ফুট ঢালাই রাস্তাটি নির্মাণ করার জন্য অর্থ বরাদ্দ করেছে পঞ্চায়েত। এই রাস্তাটি বৈদ্যনাথপুর পঞ্চায়েতের ৪৫ নম্বর সংসদের স্থানীয় রুইদাস পাড়া সহ অন্যান্য এলাকার মানুষজন ব্যবহার করেন। দীর্ঘদিন রাস্তাটি কাঁচা অবস্থায় ছিল। বর্ষাকালে জল জমে পারাপারে অসুবিধা হতো। রাস্তাটি ঢালাই করার দাবি জানিয়েছিলেন স্থানীয়রা। অবশেষে পূরণ হতে চলেছে সেই দাবি। শুক্রবার নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন বৈদ্যনাথপুর পঞ্চায়েতের সদস্য যমুনা ধীবর। অন্যান্য পঞ্চায়েত সদস্য ও আধিকারিকেরা উপস্থিত ছিলেন।