সংবাদদাতা, অন্ডালঃ শনিবার উখড়া কে বি হাইস্কুল মাঠে আয়োজিত একদিনের নৈশ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো উখড়ার প্রভাত স্মৃতি সংঘ। আমরা ক’জন সংগঠন পরিচালিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১৬টি দল। ফাইনাল খেলাটি হয় প্রভাত স্মৃতি সংঘ ও পাঠক পাড়া বিবেকানন্দ সংঘের মধ্যে। নির্ধারিত সময় খেলা ছিল গোল শূন্য। টাই ব্রেকারে ১-০ গোলে জিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় প্রভাত স্মৃতি সংঘ। ম্যান অফ দ্যা ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন প্রভাত সংঘের বুবাই ও সুরজ। প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, উখড়া পুলিশ আউটপোস্টের আইসি নাসরিন সুলতানা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কালোবরণ মন্ডল, উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান যথাক্রমে রিতা ঘোষ, রাজু মুখোপাধ্যায় সহ অন্যরা। খেলা ঘিরে এলাকার ফুটবলপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।