সাথী প্রামানিক, পুরুলিয়া, ২০ জুন: বন্ধে সাড়া দিল না পুরুলিয়া। সচল ও স্বাভাবিক ভাবেই কাটল সপ্তাহের কাজের প্রথম দিন সোমবার। বন্ধে অশান্তি এড়াতে আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় পুলিশ। অন্যদিকে, পুরুলিয়া স্টেশন কার্যত জি আর পি এবং আর পি এফের কব্জায় ছিল। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আন্দোলন অব্যাহত থাকলেও বন্ধ পালন হয় নি জেলায়। আজ ভারত বনধের ডাক দিয়েছিল বামদলগুলি-সহ বিভিন্ন সংগঠন। সেইমতো সকাল থেকে বিভিন্ন জায়গায় রাস্তায় নামতে দেখা যায় নি বনধ সমর্থনকারীদের। বরং ব্যাতিক্রমী চিত্র দেখা গিয়েছে পুরুলিয়া জেলায়। নীতিগতভাবে বনধের বিরোধিতা করেছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবে সেই আঙ্গিকে জেলাকে সচল রাখতে তৎপরও ছিল প্রশাসন ও পুলিশ। দিনের শেষে কোনও অশান্তির খবর নেই বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।যদিও চুক্তি সেনা নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’ বিরোধী বিক্ষোভের আঁচ পৌঁছায় পুরুলিয়াতেও। গত শুক্রবার পুরুলিয়া শহরের কাছে বোঙ্গাবাড়ি গ্রামের কাছে সড়ক অবরোধ করেছিলেন শতাধিক যুবক। পুলিশ লাঠি চার্জ করে অবরোধ তোলে।