পাইপ বসানো হলেও জল নেই,গ্রামে আধিকারিকরা যেতেই বিক্ষোভ

0
150

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ নলবাহিত পানীয় জল সরবরাহের জন্য গ্রামে বসানো হয়েছিল পাইপ লাইন।  কিন্তু ১ বছর ধরে কোনো জল পড়েনি। স্বাভাবিক ভাবেই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এলাকার মানুষের ক্ষোভ। গ্রামে আধিকারিকরা পরিদর্শনে যেতেই গ্রামবাসীদের ক্ষোভ আছড়ে পড়ল আধিকারিকদের ঘিরে। ঘটনা বাঁকুড়া দু নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে বছর খানেক আগে গ্রামে নলবাহিত পানীয় জল সরবরাহের জন্য বাঁকুড়া দু নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রামে পাইপ লাইন বসানো হয়। গ্রামের বাড়িতে বাড়িতে পাইপ লাইনের সংযোগও দেওয়া হয়। প্রথম প্রথম জলও পান স্থানীয়রা। কয়েকদিন যেতে না যেতেই রাস্তার ধারের কলগুলিতে জল মিললেও অধিকাংশ বাড়িতে জল দেওয়া বন্ধ হয়ে যায় অজানা কারনে। ফলে পুরন্দরপুর গ্রামের  মল্লপাড়া,  বাউরীপাড়া, দোলপাড়া  ও রাস পাড়া এলাকায় তীব্র জলসঙ্কট শুরু হয়। বারবার গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সর্বস্তরে জানিয়েও লাভ হয়নি। আজ এলাকায় পানীয় জল সরবরাহের পরিস্থিতি খতিয়ে দেখতে যান জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা। আধিকারিকদের কাছে পেয়ে এদিন ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষ। অবিলম্বে বাড়িতে বাড়িতে দেওয়া পাইপ লাইন সংযোগে জল সরবরাহের দাবী তোলেন তাঁরা। জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের দাবী কী কারনে জল পৌঁছাচ্ছে না তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY