সংবাদদাতা, অন্ডালঃ রবিবার সন্ধ্যায় উখরা রেল স্টেশন সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে চালু হল ডায়লোসিস ইউনিট। উখরা রোটারি ক্লাব ও দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই ইউনিটটি চালু করা হয়। ফিতে কেটে “কিডনি কেয়ার’ নামে ডায়লোসিস ইউনিটির উদ্বোধন করেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, উখড়া রোটারি ক্লাবের সভাপতি স্বর্ণালী দে, ক্লাবের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর শুভাশিস চ্যাটার্জি, দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, চিকিৎসক অরুণাংশু গাঙ্গুলী সহ অন্যরা। ক্লাবের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর শুভাশিস বাবু জানান, তিনটি বেড নিয়ে ইউনিটটি চালু করা হলো। খরচ পড়েছে ৪০ লক্ষ টাকা। ডায়লোসিস করাতে খরচ পড়বে মাত্র ৯৯৯ টাকা। উখরা রোটারি ক্লাবের সভাপতি সোনালী দে জানান, এতদিন ডায়লোসিস করানোর সুবিধা খনি এলাকায় ছিল না। ডায়লোসিস করানোর জন্য যেতে হতো আসানসোল, দুর্গাপুর অথবা কলকাতায়। যা সময় ও ব্যয় সাপেক্ষ। খনি অঞ্চলের মানুষের সুবিধার কথা ভেবেই এই পদক্ষেপ বলে জানান তিনি।