উখরায় ঝুলন মেলার উদ্বোধন

0
155

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: সোমবার সন্ধ্যায় উদ্বোধন হলো উখরা ঝুলন মেলার । ফুটবল মাঠ মেলা প্রাঙ্গণের মূল দ্বারে রিবন কেটে মেলাটির উদ্বোধন করেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় । উখড়া গ্রাম পঞ্চায়েত পরিচালিত ঝুলন মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানটি এদিন হয় কমিউনিটি হলে । উপস্থিত ছিলেন জামুরিয়া ও পাণ্ডবেশ্বর এর বিধায়ক হরেরাম সিং, নরেন্দ্রনাথ চক্রবর্তী, অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস, অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, উখড়া পুলিশ আউটপোস্টের আইসি নাসরিন সুলতানা, অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু,উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ, উপপ্রধান রাজু মুখার্জী সহ অন্যরা । কোভিডের কারণে গত দু’বছর ঝুলন মেলা হয়নি । স্বাভাবিকভাবেই এবার মেলা ভিড়ে উন্মাদনা তৈরি হয়েছে এলাকায় । সুষ্ঠু ও সুন্দরভাবে মেলা যাতে হয়, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন উপস্থিত অতিথিরা ।

LEAVE A REPLY