ট্রেনে মাদক খাইয়ে সর্বস্ব লুট,দুদিন পর উদ্ধার প্রাক্তন সেনাকর্মী

0
103

নিজস্ব প্রতিনিধি,পানাগড়ঃ ফের যাত্রীবাহি ট্রেনে কেপমারদের দৌরাত্ম। খাবারে মাদক খাইয়ে সর্বস্ব লুট প্রাক্তন সেনাকর্মীর। ট্রেন থেকে রহস্যজনক ভাবে নিখোঁজের দুদিন পর বিদ্ধস্ত অবস্থায় উদ্ধার প্রাক্তন সেনাকর্মী। গায়েব ব্যাগ। গত ৩০ মার্চ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, হাওড়া-আসানসোল শাখায় দুন এক্সপ্রেসে।  অসুস্থ সেনাকর্মীর নাম নিত্যানন্দ মন্ডল, বুদবুদের চাঁদপুরের বাসিন্দা। পরিবার সুত্রে জানা গেছে,গত কিছুদিন আগে ব্যাঙ্গালরে চিকিৎসার জন্য গিয়েছিলেন নিত্যানন্দবাবু। ৩০ মার্চ সেখান থেকে ফিরছিলেন। ওইদিন রাত সাড়ে ৮ টা নাগাদ হাওড়া স্টেশনে দুন এক্সপ্রেসে চাপেন। তারপর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তাঁর আত্মীয় উত্তম সরকার বলেন,” ওই দিন রাত সাড়ে ন’টা নাগাদ শেষবার ফোনে কথা হয়। তিনি তাঁর প্রতিবেশীকে গাড়ী নিয়ে পানাগড় স্টেশনে থাকার জন্য বলেন। কিন্তু, পানাগড় স্টেশনে ট্রেন ঢোকার পর তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি। এমনকি ফোনেও পাওয়া যায়নি।” তিনি আরও বলেন,” গোটা বিষয়টি হাওড়া স্টেশনে, বর্ধমান স্টেশনে রেল পুলিশ ও জিআরপিতে জানাই। হাওড়া স্টেশনে সিসিটিভিতে দেখা যায়, দুন এক্সপ্রেসের ইঞ্জিন থেকে দুটো কামরা পরে তিনি ট্রেনে চড়েছেন।” তিনি আরও বলেন,” ১ এপ্রিল বিষয়টি অন্ডাল জিআরপিতে জানানোর জন্য গিয়েছিলাম। সেখানে বিকাল ৫ টা নাগাদ পুলিশ আধিকারিককে জানানোর সময় ফোন আসে, বাড়ীর পথে একাকি বিদ্ধস্ত অবস্থায় হেঁটে যাচ্ছেন। পরিচিতরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পানাগড় সেনাছাউনীর হাসপাতালে ভর্তি করে। তার সঙ্গে যেসমস্ত ব্যাগ ছিল, সেসব কিছুই নেই। মাথায় আঘাত লেগেছে।” তিনি বলেন,” আমাদের ধারনা মাদক খাইয়ে নিত্যানন্দবাবুর কাছে সর্বস্ব লুট করেছল দুস্কৃতীরা। গোটা বিষয়টি তদন্ত  ও দুস্কৃতীদের শাস্তির দাবীতে অভিযোগ জানানো হবে।” যদিও, অন্ডাল জিআরপি পুলিশ জানিয়েছে, ওই পরিবারটি নিখোঁজের অভিযোগ জানাতে এসেছিল। ওইসময় তাকে খুঁজে পাওয়া গেছে, এরকম খবর আসে। তারপর আর কোন অভিযোগ জানায় নি। ঘটনার লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।”  

LEAVE A REPLY