সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ পাণ্ডবেশ্বর রেল স্টেশন হবে মডেল রেল স্টেশন। বুধবার সেই কাজের শিলান্যাস করলেন ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার এ পি দ্বিবেদী। উপস্থিত ছিলেন ডি আর এম সহ অন্য আধিকারিকেরা। খনি অঞ্চলের রেল স্টেশন গুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন হলো পাণ্ডবেশ্বর। প্যাসেঞ্জার, এক্সপ্রেস,দূরপাল্লা ট্রেন চলাচলের পাশাপাশি এখান থেকেই রেল ওয়াগনে কয়লা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি পাণ্ডবেশ্বর স্টেশনকে মডেল রেল স্টেশন গড়ার পরিকল্পনা নিয়েছে রেল। বুধবার সেই কাজের সূচনা করলেন ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার এ পি দ্বিবেদী। তার সাথে উপস্থিত ছিলেন আসানসোল ডিভিশনের ডি আর এম পরমানন্দ শর্মা সহ অন্যান্য রেল আধিকারিকেরা। এদিন স্টেশন চত্বরে পুজোর আয়োজন করা হয়। তারপর নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন এ পি দ্বিবেদী। তিনি জানান, পাণ্ডবেশ্বর স্টেশনের সৌন্দর্যায়নের কাজ হবে। মিলবে আধুনিক সব সুযোগ সুবিধা। এদিন শিলান্যাস অনুষ্ঠানের পর জেনারেল ম্যানেজারের সাথে সাক্ষাৎ করেন পাণ্ডবেশ্বর চেম্বার অব কমার্সের সভাপতি সুরেন্দ্র বর্মা, ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষে জগদীশ সিং। জগদীশবাবু ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেনারেল ম্যানেজারের হাতে দেন। এরপরে এপি দ্বিবেদী সহ রেল আধিকারিকারা সোনপুর বাজারি প্রকল্পের সাইডিং সহ অন্যান্য কয়েকটি কোলিয়ারির রেল সাইডিং পরিদর্শনে যান। সাইডিং গুলির পরিকাঠামো খতিয়ে দেখেন রেল আধিকারিকেরা।