বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বেসরকারি আইকিউ সিটি হাসপাতালে৷ মৃতের নাম লক্ষী বাউড়ি। বয়স ৩৫ বছর। বুধবার মধ্য রাতে মৃত্যু হয় লক্ষীর। বৃহস্পতিবার সকালে মৃত্যুর খবর জানাজানি হতেই পরিবারের লোকজন চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ করেন হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। অন্ডাল থানার অধীন শূতলপুর গ্রামের বাসিন্দা লক্ষী বাউড়ির পিত্তথলিতে পাথর হয়েছিল। গত রবিবার তাকে দুর্গাপুরে বেসরকারি আইকিউ সিটি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হয় লক্ষীর। বুধবার মধ্য রাতে মৃত্যু হয় তাঁর। তবে হাসপাতালের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করা হয়েছে।