রেলের জমিতে পাট্টা পাইয়ে দেওয়ার নামে তোলা আদায়ের অভিযোগ

0
97

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ রেলের জমিতে পাট্টা পাইয়ে দেওয়ার নামে পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ঘুসিকডাঙার বাসিন্দাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠল শাসক দলের স্থানীয় কিছু কর্মীর বিরুদ্ধে। বাসিন্দাদের আস্থা অর্জন করতে জমির একটি স্কেচ তৈরি করে দশ টাকার স্ট্যাম্প পেপারে এফিডেভিড করানো হয়। পাট্টা পাওয়ার আশায় টাকা দেওয়ার বিষয়টি এতদিন চেপে ছিলেন বাসিন্দারা। শনিবার রেলের তরফে ঘুসিকডাঙার বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দিতেই টাকা নিয়ে রেলের জমিতে পাট্টা দেওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসে। বাসিন্দারা বুঝতে পারেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। রেলের জমিতে পাট্টা দেওয়া সম্ভব নয়। এরপরেই ক্ষুব্ধ বাসিন্দারা কাউন্সিলর সুনীল চট্টোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করেন।

LEAVE A REPLY