নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ যৌথ সংগ্রামী মঞ্চের ডিএ আন্দোলনকারীদের পেন ডাউন কর্মসূচি বাঁকুড়া আদালতে। আজ বাঁকুড়া জেলা জুড়ে যৌথ সংগ্রামী মঞ্চের পেন ডাউন কর্মবিরতি আন্দোলন শুরু হয়েছে। এদিন বাঁকুড়া জেলা আদালতের সরকারি কর্মচারীরা আদালত চত্বরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন। সরকারি কর্মচারীদের সম্বন্ধে মুখ্যমন্ত্রীর করা কুরুচিকর মন্তব্যের প্রতিবাদেই এই কর্মসূচি বলে দাবি আন্দোলনকারীদের। জেলা জুড়ে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো সরকারি কর্মচারী তাদের এই আন্দোলনের সাথে আছে বলেই দাবি আন্দোলনকারীদের। বৃহস্পতিবার সকালে আদালতের হাজিরা খাতায় সই করে আদালতের বারান্দায় কর্মবিরতি ও বিক্ষোভের শামিল হন আদালতের কর্মীরা। এর আগে গত ২১ এবং ২২ শে ফেব্রুয়ারি নিজেদের ডিএ বৃদ্ধির দাবিতে কর্ম বিরতি ও গত ১০ই মার্চ ধর্মঘটে সামিল হয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের যে কুরুচিকর মন্তব্য করেন। তারই প্রতিবাদে আজ ১২ ঘন্টার কর্মবিরতিতে সামিল সরকারি কর্মচারীরা।