সার্থককুমার দে, অন্ডালঃ পুলিশ ও এসটিএফ এর তৎপরতায় উদ্ধার হল প্রচুর পরিমাণ নেশার সিরাপ (ফেনসিডিল)। গ্রেপ্তার তিন। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের। অন্ডালের ভাদুর মোর সংলগ্ন পেট্রোল পাম্পের কাছ থেকে ট্রাক থেকে উদ্ধার হল ১০,০০০ বোতল ফেনসিডিল সিরাপ।ট্রাকের মধ্যে ১০০টি পেটিতে এই সিরাপ গুলি ছিল। সুত্র মারফত খবর পেয়ে গতকাল রাত্রি সাতটা নাগাদ ট্রাকটিকে আটক করে অন্ডাল থানার পুলিশ ও এসটিএফ এর সদস্যরা। ট্রাকটিতে তল্লাশি করার সময় পেটি বন্দী সিরাপ গুলি উদ্ধার হয়। সূত্র মারফত জানা গেছে, উত্তর প্রদেশ থেকে আগ্রা, বনগাঁ হয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল সিরাপগুলি। এই সিরাপ নেশা করার কাজে ব্যবহার হয়। বাংলাদেশে এই সিরাপের চাহিদা রয়েছে প্রচুর। পাচারের কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ভানু প্রতাপ সিং, ধীরেন্দ্র প্রতাপ সিং ও দীপ সিং নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ধৃত তিনজনকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো জানিয়েছে অন্ডাল থানার পুলিশ।