নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ পিচ রাস্তা যেন মরণফাঁদ! জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষজন। রাজ্যের শস্যগোলা হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলা। অন্যান্য ব্লকের পাশাপাশি ভাতার ব্লকে বোরো ধান চাষ হয়েছে। এখন বোরো মরশুমের ধান কাটার কাজ চলছে। ধান কাটার কাজে ব্যবহৃত হচ্ছে আধুনিক যন্ত্রপাতি। মাঠে ধান কাটা হচ্ছে হারভেস্টার মেশিন দিয়ে। আর সেই মেশিন ও ট্রাক্টরের চাকায় উঠে আসছে পিচ রাস্তার উপর কাদা। ভাতার ব্লকের বিভিন্ন গ্রামের পিচ রাস্তায় কাদায় ভর্তি হয়ে গেছে। অল্প বৃষ্টি হলেই রাস্তায় মরণফাঁদ। বিশেষ করে বাইক আরোহীদের বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। কর্মস্থল থেকে বাড়ি ফেরাটা যেন দুশ্চিন্তার কারণ। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে এমনকি প্রাণহানিরও আশঙ্কা থেকে যাচ্ছে। এমনই চিত্র ভাতার ব্লকের বিভিন্ন গ্রামের রাস্তায়। ভাতার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে গাড়ি মালিক ও কৃষকদের সচেতন করা হলেও কৃষক ও গাড়ি মালিকরা এখনো অসচেতন। যার ফলে ভাতারের বিভিন্ন গ্রামের রাস্তাঘাট কাদায় ভর্তি। আদৌ কি দুর্ভোগের যন্ত্রণা থেকে রেহাই পাবেন সাধারণ মানুষ তার কোন নিশ্চয়তা নেই। এলাকার বাসিন্দাদের দাবি অবিলম্বে গাড়ির মালিকরা রাস্তায় কাদা সরানোর উদ্যোগ গ্রহণ করুক। তা না হলে বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে পড়বে।