বর্ধমানের বিষমদ কান্ডে মৃত্যু বেড়ে ৮,বিক্ষোভ কংগ্রেসের

0
137

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বর্ধমানের বিষমদ কান্ডে মারা গেছেন ৮ জন। এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আরো একজন। আর কেউ কোথাও ভর্তি বা অসুস্থ আছেন কী না তা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। বর্ধমানের যে হোটেলের মদ খেয়ে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটেছে সেখানকার নিয়মিত মদ্যপায়ীদের নিয়ে এসে স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। অন্যদিকে বর্ধমানের সমস্ত মদের কাউন্টার আজও বন্ধ করা আছে। গতকাল সরকারি স্তরের যে রিপোর্ট তাতে প্রাথমিকভাবে সরকারি মদের ওই ব্যান্ডের বিশেষ কোনো ব্যাচে গোলমালের প্রমাণ পাওয়া যায়নি বলেই জানানো হয়েছে। এদিকে আজই বর্ধমানের আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। তাদের জেলা সভাপতি গৌরব সমাদ্দারের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। তারা গলায় ক্যাপ্টেন মদের বোতল এবং দুয়ারে মদ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। মোতায়েন ছিল বিরাট পুলিশবাহিনী। গৌরব সমাদ্দারের অভিযোগ, এইভাবে শহরের বিভিন্ন হোটেলে মদ বিক্রি চলেই আসছে। প্রশাসন এবং শাসকদল সবই জানত। মদে বিষক্রিয়া যদি নাই হয় তাহলে শহরে মদের দোকানগুলো বন্ধ রাখা আছে কেনো?

LEAVE A REPLY