চোরের দুই সঙ্গীকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

0
192

নিজস্ব সংবাদদাতা,অন্ডালঃ  চুরি করার সময় পুলিশের হাতে ধরা পড়ে এক দুষ্কৃতি, সুযোগ বুঝে পালিয়ে যায় দু’জন। তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। ঘটনাটি পরাশকোল কোলিয়ারির চার নম্বর এলাকার।  সোমবার রাতে পরাশকোল কোলিয়ারির চার নম্বর এলাকায় একটি বন্ধ দোকানে চুরির চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। সেই সময় এলাকা দিয়ে যাচ্ছিল পুলিশের একটি টহলদারি গাড়ি। পুলিশ এক দুষ্কৃতিকে হাতেনাতে ধরে ফেলে। অন্য দুজন সঙ্গী সুযোগ বুঝে চম্পট দেয় এলাকা থেকে। থানায় জিজ্ঞাসাবাদের সময় ধৃত দুষ্কৃতি জানায় পালিয়ে যাওয়া দুই দুষ্কৃতির নাম। পুলিশ তাদের সন্ধানে মঙ্গলবার সকালে এলাকায় যায়।‌ পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা দুই দুষ্কৃতিকে ধরে আটকে রাখে। পরে তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। স্থানীয়দের অভিযোগ বেশ কিছুদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটছিল। দুষ্কৃতিরা ধরা পড়ায় এবার চুরির ঘটনায় রাশ পড়বে বলে আশা স্থানীয়দের। কোন কোন চুরির ঘটনায় ধৃতরা জড়িত তা জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

LEAVE A REPLY