একই পুলিশের গাড়িতে দু’রকম নম্বর নিয়ে বিভ্রান্তি

0
63

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ একটা গাড়িতে পৃথক দুটি নম্বর। তাও আবার সাধারণ কোন মানুষের গাড়ি নয়। পুলিশ ফাঁড়ির গাড়ি। গত কয়েকদিন ধরে সিটি সেন্টার ফাঁড়ির এমনই একটি গাড়িতে চড়ে ডিউটি করছেন পুলিশ কর্মীরা। শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমের কর্মীদের নজরে পড়ে গাড়িটি। সেই সময় গাড়িতে সওয়ার ছিলেন এক পুলিশ কর্মী সহ দুই সিভিক ভলেন্টিয়ার। একটা গাড়িতে পৃথক দুটি নম্বর কেন?  প্রশ্ন করতেই ‘ছেড়ে দে মা’ অবস্থা ওই পুলিশ কর্মীদের। কোনও উত্তর না দিয়ে গাড়ি নিয়ে এলাকা ছেড়ে চলে যায় পৃথক নম্বরের পুলিশ গাড়িটি।

LEAVE A REPLY