দুর্গাপুরের বাঁশকোপায় ৬ হাজার বোতল ফেন্সিডিলসহ ট্রাক বাজেয়াপ্ত করল এসটিএফ

0
55

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পাচার করার পথে দুর্গাপুরের বাঁশকোপায় ৬ হাজার বোতল ফেন্সিডিল সমেত একটি ট্রাক বাজেয়াপ্ত করল রাজ্য এসটিএফ। সাইকেলের যন্ত্রাংশ নিয়ে উত্তরপ্রদেশের কানপুর থেকে ডানকুনি আসছিল ট্রাকটি। কানপুরেই সাইকেলের যন্ত্রাংশের সঙ্গে ৬ হাজার বোতল ফেন্সিডিল ট্রাকে বোঝাই করে চালক। ফেন্সিডিলের বোতল দুর্গাপুরের বাঁশকোপা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় নামিয়ে দেওয়ার কথা ছিল। ফেন্সিডিলের বোতল সংগ্রহ করার জন্য রবিবার দুপুরে একটি খালি ট্রাক নিয়ে বাঁশকোপায় অপেক্ষা করছিল মুর্শিদাবাদের বাসিন্দা দুই যুবক। কানপুর থেকে আসা ট্রাক থেকে ফেন্সিডিলের বোতল নামিয়ে খালি ট্রাকে বোঝাই করার সময় রাজ্য এসটিএফের কর্মী ও আধিকারিকরা হানা দিয়ে হাতেনাতে ফেন্সিডিলের বোতল সমেত ট্রাকটি বাজায়েপ্ত করে।গ্রেপ্তার করা হয় চারজনকে।

LEAVE A REPLY