উচ্চ মাধ্যমিকের এক ছাত্রকে তুলে নিয়ে এসে লকআপে ঢুকিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরে

0
59

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ পাশাপাশি দুই বাড়ির মধ্যে নির্মান কাজ করাকে কেন্দ্র করে গন্ডগোল। সেই কারনেই জারি হয়েছে ১৪৪ ধারা। তারপরেও নির্মাণ কাজ হচ্ছিল একটি বাড়িতে। শনিবার সকালে এই খবর পেয়ে প্রান্তিকা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে যে বাড়িতে নির্মাণ কাজ হচ্ছিল সেই বাড়ির বাসিন্দা এক উচ্চ মাধ্যমিক পড়ুয়া সহ তিনজন মিস্ত্রিকে ফাঁড়িতে তুলে নিয়ে এসে লকআপে ঢুকিয়ে দেয়। ছাত্রটির অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বলা সত্ত্বেও তাকে চড় থাপ্পর মেড়ে গালিগালাজ করে তুলে নিয়ে আসা হয়। প্রায় দু’ঘন্টা পরে ব্যক্তিগত বন্ডে ছাড়া হয় ছাত্রটিকে। ছাত্রের মায়ের দাবি,ফাঁড়ি থেকে ছেড়ে দেওয়ার পর ছেলে বাড়ি গিয়ে সুইসাইড নোট লিখে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক বুঝিয়ে দরজা খোলা হয়। মহকুমা শাসকের দ্বারস্থ হয় পরিবারটি। শনিবার দপ্তর বন্ধ থাকায় হোয়াইটসঅ্যাপে মহকুমা শাসকের কাছে অভিযোগ করে ছেলেটি। মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন “আমি অভিযোগ পেয়েছি।  কি ঘটেছিল খোঁজ নিয়ে দেখছি।”  ১৪৪ ধারা অমান্য করায় একজন ছাত্রকে কেন তুলে নিয়ে এসে লকআপে ঢুকিয়ে দেওয়া হল? এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেন নি প্রান্তিকা ফাঁড়ির পুলিশ আধিকারিক।

LEAVE A REPLY