পুলিশের ‘সহায় অ্যাপে’র সাহায্যে ছিনতাই হওয়া সোনার হার ফিরে পেলেন মহিলা

0
83

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৪ মার্চঃ ‘সহায় অ্যাপে’র সাহায্যে  ছিনতাই হওয়া সোনার হার ফিরে পেলেন মহিলা। গত ১৬ই মার্চ পুরুলিয়ার টামনা থানা  মাহাতো পাড়ার এলাকার দুপুর বেলায় এক মহিলা বাড়ির সামনে গেট খোলার সময় একটি মোটরসাইকেলে দুই দুষ্কৃতি এসে গলার সোনার চেন ছিনতাই করে পালায়। মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, রায়বাঁধ এলাকার যুবক মুকুল মাহাতো গোটা ঘটনার কথা জানতে পেরেই সঙ্গে সঙ্গে সহায় অ্যাপের সাহায্য চান। আবেদনে সাড়া দেয় পুলিশ। ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যে  টামনা থানা থেকে পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে। ঘটনাস্থলের পাশে থাকা একটি সিসি ক্যামেরার ছবি সংগ্রহ করে ২ দুষ্কৃতিকে চিহ্নিত করে পুলিশ। খোঁজ নিয়ে জানতে পারে দুষ্কৃতীরা তখনও পুরুলিয়া শহরে রয়েছে। শহর থেকে বেরোনোর সব রাস্তায় নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়। পুরুলিয়া রাঁচি রোডে নাকা চেকিং এর সময় ২ দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেলা আদালতে তোলা হয়। পাশাপাশি হার ছিনতাই হওয়া মহিলা টি আই প্যারেডের সময় ২ দুষ্কৃতীকে সনাক্ত করেন। তারপরই তাদের নিজেদের হেফাজতে নিয়ে ছিনতাই হওয়া সোনার হারটি উদ্ধার করে পুলিশ। জেলাপুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জির আবেদন এই সহায় একটি ব্যবহার করলে জনসাধারণ উপকার হবেন।এদিন চুরি হওয়ার পর পুলিশকে সহায় অ্যাপের সাহায্যে খবর দেওয়া যুবক মুকুল মাহাতোকে পুরস্কৃত করে পুলিশ।

LEAVE A REPLY