সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৯ জুন: পিছিয়ে নয়, এগিয়ে থেকে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে পুরুলিয়া জেলা কংগ্রেস। কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতাসীন বিজেপি, তৃণমূলকে নিশানা করেই ভোট যুদ্ধে লড়াইয়ের জন্য সৈনিকদের প্রস্তুত করতে শুরু করল কংগ্রেস। আজ পুরুলিয়া জেলা কংগ্রেস তাদের দলীয় ‘নব সংকল্প শিবিরে’ দলীয় নেতা কর্মীদের সেই রণ কৌশল বাঁতলে দিলেন। কর্মীদের চাঙ্গা করতে আগস্ট মাসে বড়সড় আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস। সেই আন্দোলনের রেশ সারা জেলায় ছড়িয়ে দিয়েই ভোট পর্যন্ত রসদ যোগাবে কংগ্রেসের। কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো বলেন, ” বিভিন্ন স্থানীয় ইস্যু ছাড়াও রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি ক্ষেত্রে মানুষকে প্রতারণার বিষয়টি নিয়ে বাড়িতে বাড়িতে যাবেন কংগ্রেস কর্মীরা। এছাড়াও কেন্দ্রের মানুষকে সমস্যা ও ক্ষতির মুখে ফেলে দেওয়ার সিদ্ধান্তগুলো তুলে ধরব। ত্রি স্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি আসনেই প্রার্থী দিয়ে সাধারণ মানুষকে বিজেপি তৃণমূলের বিকল্পের সুযোগ করে দেব।” এআইসিসির সম্পাদক শরৎ কুমার রাউত আজকের ‘নব সংকল্প শিবির’এ যোগ দেন। তিনি কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্ত ও নীতি নিয়ে সরব হন। ‘ অগ্নিপথ প্রকল্প ‘ নিয়ে তিনি বলেন, “যেভাবে সারা দেশে যুব সমাজ জ্বলছে তাতে পিছু হটবে কেন্দ্রের বিজেপি সরকার।”