নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বর্ধমান পুরসভার অন্তর্ভুক্ত ৩৪ নং ওয়ার্ডের রাধানগরে পুকুরে ভরাট করে নির্মাণ কাজ চালানোর অভিযোগ।পৌরসভার চেয়ারম্যান সহ আধিকারিকরা আপাতত কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। পরে যৌথ সার্ভে হবে। এই জায়গাটি রাধানগর এলাকায় অবস্থিত। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার জানান, অভিযোগ পাবার পর আজ তিনি বর্ধমান থানার আই.সি, পুরসভার সচিব সহ অন্যান্যরা ওই জায়গাটি পরিদর্শনে যান। ছিলেন মালিক পক্ষের এক প্রতিনিধি। আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সব কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে। যদি কোনো বেনিয়ম দেখা যায় মালিকপক্ষকে নিজে খরচে পূর্বাবস্থা ফিরিয়ে দিতে হবে। বিজেপি নেতা সুধীরঞ্জন কুমার সাউয়ের অভিযোগ, গোটা শহর জুড়ে সব ওয়ার্ডেই বে আইনি নির্মাণ চলছে বিধায়কের মদতে। প্রোমোটার এ শহরে জনপ্রতিনিধি। স্বয়ং কাউন্সিলর বেআইনি বাড়ি করেছেন। তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান,বেআইনি কাজ হলে পুরসভা ব্যবস্থা নেবে। বিরোধীদের অভিযোগের সারবত্তা নেই। মালিকপক্ষের তরফে নীলকমল মন্ডল দাবি করেন তারা কোনো পুকুর ভরাট বা বোঝানোর কাজে যুক্ত নন। সব কাগজপত্র তারা জমা দেবেন। তারপর যদি দেখা যায় কোনো ভুল তারা করেছেন সংশোধন করে নেবেন তারা।