নিজস্ব সংবাদদাতা,রানীগঞ্জঃ আসানসোল নগর নিগমের ৯২ নম্বর ওয়ার্ডের অধীন চুড়িপট্টি এলাকায় পুকুর ভরাটের ও বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে শওকত খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রানিগঞ্জের ৯৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর এবং আসানসোল পৌর কর্পোরেশনের কয়েকজন আধিকারিকও এই অবৈধ নির্মাণের সঙ্গে জড়িত। স্থানীয় এক বিজেপি নেতা শওকত খান নামে এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যিনি এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। পাশাপাশি তিনি বলেছেন, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবার কয়লা,বালি ছেড়ে অবৈধভাবে জমি দখলের কাজে মেতে উঠেছে। তিনি আরও বলেন, অনেকের নাম সংগ্রহ করা হয়েছে যারা এর সাথে জড়িত। রানীগঞ্জ বোরোর দিব্যেন্দু ভগত বলেন,রবিবারই তিনি তার দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনি এ বিষয়ে অবগত ছিলেন না। বিষয়টি জানতে পেরে তিনি তদন্ত করছেন।কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অন্যদিকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহকারী ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ কোনার বলেন, পৌর কর্পোরেশনকে বিষয়টি জানানোর সাথে সাথেই কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশকেও জানানো হয়েছিল এবং কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে সাংবাদিকরা তাকে জানান, কাজ এখনও চলছে এবং একটা পুকুর ভরাট করেই কাজ চলছে। তিনি বলেন, এটি পুকুর ছিল কি না সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে স্থানীয় এক বাসিন্দার সঙ্গে কথা হলে তিনি বলেন, এখানে একটি পুকুর ছিল, যা ভরাট করে নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, এই পুরো ব্যবসার সঙ্গে অবশ্যই প্রভাবশালীরা জড়িত বলেই এই কাজ হচ্ছে।