সংবাদদাতা, অন্ডালঃ বৃহস্পতিবার নিম্নচাপের জেরে অন্ডালের কাজোরা সংলগ্ন পরাশকোল এলাকায় ধসের সৃষ্টি হয়। ধসের কারণে আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রায় কুড়ি ফুট চওড়া ও কুড়ি ফুট গভীর গর্ত সৃষ্টি হয় ধসের জায়গাটিতে। জনবসতির ১০০ মিটার দূরে এই ধসের কারণে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইসিএল আধিকারিকরা। তবে বৃহস্পতিবার প্রবল বর্ষণের কারণে ধস কবলিত জায়গাটি শুধু ঘিরে ফেলা হয়েছিল। জায়গাটি মাটি দিয়ে ভরাট করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকেই ধস কবলিত স্থান মাটি দিয়ে ভরাট করার কাজ শুরু করেছে ইসিএল। বাসিন্দারা জানান বসতি থেকে মাত্র ১০০ মিটার দূরে এত বড় ধসের ঘটনা ঘটায় আতঙ্কে দিন কাটছে তাদের। তবে ঠিক কি কারণে ধস সেটা জানা যায়নি। প্রবল বর্ষণের জন্য ধসের সৃষ্টি? নাকি ই সি এলের কোন পুরনো পরিত্যক্ত খনি যেখানে সঠিকভাবে বালি ভরাট না হওয়ায় ধস হয়েছে? কোনোটাই পরিষ্কার নয়। ধসের জায়গাটি এদিনই মাটি দিয়ে সম্পূর্ণ ভরাট করে দেওয়া হবে বলে জানান ইসিএল এর এক আধিকারিক।