সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ ইন্টারনেট লিংক না থাকায় পাণ্ডবেশ্বর পোস্ট অফিসে বন্ধ আর্থিক লেনদেন সহ অন্যান্য পরিষেবা। যার ফলে সমস্যায় পড়েছেন বহু গ্রাহক। পোস্ট অফিস সূত্রে জানা গেছে, বুধবার থেকে ইন্টারনেট লিংক নেই। ফলে আর্থিক লেনদেন সহ হচ্ছে না কোন কাজ। পাণ্ডবেশ্বর পোস্ট অফিসে স্থানীয় বহু মানুষের সেভিংস,আর ডি, পেনশন একাউন্ট রয়েছে। লিংক না থাকার কারণে টাকা জমা দেওয়া গেলও তোলা যাচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। তবে সবচেয়ে সমস্যায় পড়েছেন যাদের পেনশন একাউন্ট আছে তারা। যেহেতু তারা পেনশনের টাকার উপর নির্ভরশীল,তাই টাকা তুলতে না পারায় বেশি সমস্যায় পড়েছেন তারা। পোস্ট মাস্টার হারাধন চক্রবর্তী জানান, বুধবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। সেই কারণে পোস্ট অফিসের অভ্যন্তরীণ কাজ হলেও ব্যাহত হচ্ছে গ্রাহক পরিষেবার কাজ। সমস্যার কথা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দু-একদিনের মধ্যেই কাজ স্বাভাবিক হবে বলে জানান হারাধনবাবু।