নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ এবারে পোস্টার পড়ল বর্ধমান শহরের কয়েকটি এলাকায়। ওই পোস্টার কে বা কারা লাগিয়েছে জানা যায় নি। এতে লেখা আছে- বর্ধমান পুরসভার চেয়ারম্যানের বাড়ির ১০ মিটারের মধ্যেই বাড়ি করছেন কাউন্সিলর চন্দ্রা দাস। তার স্বামী ও স্থানীয় তৃণমূল নেতা স্বপন দাস এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, এগুলো কিছু লোক হিংসা করে করছেন। তারা দলের বদনাম করছেন। একটি মনসা মন্দির ও সহায়তা কেন্দ্র হচ্ছে। সেটার প্ল্যানের তারিখ পেরিয়ে যাবার পর রিনিউ করতে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, বর্ধমান পুরসভা এ ব্যাপারে কঠোর। কেউ বেআইনি কাজ করলে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানান,বর্ধমান পুরসভা সব দিক দিয়েই ব্যর্থ। এই অভিযোগ এলাকা থেকেই উঠেছে। কাউন্সিলর বিনা প্ল্যানে এতবড় বাড়ি করছেন কীভাবে? আয়ের উৎস কী? এগুলো তদন্ত হওয়া উচিত। আর বিজেপি পোস্টার দেবার রাজনীতি করে না। ওদের দলের লোকেরাই এসব করেছে।