অভিষেকের সফরের আগে তৃণমূল প্রধানের বিরুদ্ধে তোলাবাজির পোস্টার বাঁকুড়ায়

0
43

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফরের আগে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সংক্রান্ত পোস্টারে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পোস্টারে বিকনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কার্তিক মাল এর বিরুদ্ধে ট্রেড লাইসেন্স, জমির ওয়ারিশান সহ বিভিন্ন বিষয়ে তোলাবাজির অভিযোগ তোলা হয়েছে। এই পোস্টার সামনে আসতেই বেজায় অস্বস্তিতে পড়ে তৃণমূল অভিযোগের আঙুল তুলেছে বিরোধীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিরোধী দলগুলি।বাঁকুড়ার ২ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত বিকনা গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক মাল এর বিরুদ্ধে এর আগেও তোলাবাজির অভিযোগ উঠেছিল। বেশ কিছুদিন আগে এক ঠিকাদারের কাছ থেকে তাঁর টাকা নেওয়ার ভিডিও(ভিডিও সত্যতা যাচাই করা হয়নি) ভাইরাল হয়েছিল। এর পর সেই গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রকাশ্যে পোস্টার পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ সকালে বইকনা সবজি বাজার ও বাঁকুড়া দুনম্বর ব্লক অফিস সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় একাধিক পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সাদা কাগজে লাল কালীতে হাতে লেখা পোস্টার গুলিতে বিকনা গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক মালের বিরুদ্ধে জমি মাফিয়া,  ঠিকাদার সিন্ডিকেট,  জব কার্ড দুর্নীতি,  আবাস দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। আগামীকাল বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচীতে বাঁকুড়ায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগে দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমন পোস্টার পড়ায় বেশ অস্বস্তিতে তৃনমূল শিবির। বিষয়টি নিয়ে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধানের কোনো বক্তব্য পাওয়া না গেলেও তৃণমূলের দাবী দলকে অস্বস্তিতে ফেলতে বিরোধীদের তরফেই এমন পোস্টার দিয়েছে বিরোধীরা। বিজেপির দাবী এই পোস্টারিং তৃণমূলেরই বিক্ষুব্ধ অংশের কাজ। সিপিএমও এই ঘটনায় তাঁদের যোগ অস্বীকার করেছে।

LEAVE A REPLY