নিজস্ব প্রতিনিদি,বর্ধমানঃ আবার পোস্টার রাজনীতি৷ এবারে পোস্টার পড়ল পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের বাগিলা ১ গ্রাম পঞ্চায়েতের এলাকায়।ওই পোস্টারে টেন্ডার দুর্নীতি সহ নানা অভিযোগ তুলে ধরা হয়েছে।শাসকদলের ব্লক সভাপতি এই সব অভিযোগ উড়িয়ে দিলেও যথারীতি সরব হয়েছে জেলা বিজেপি। বুধবার সকাল থেকেই বাগিলা ১ গ্রাম পঞ্চায়েতের কয়েকটি এলাকায় কিছু পোস্টার চোখে পড়ে। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা জানা না গেলেও এটি শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই ইঙ্গিত করছে। ওই পোস্টারে রয়েছে ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি, নেতা প্রলয় পাল, প্রধান অরিন্দম ঘোষাল আর নির্মাণ সহায়ক সেখ ইয়াসিনের নাম। পোস্টারে তাদের নামে কুরুচিকর ভাষায় নানা অভিযোগ করা রয়েছে। তার মধ্যে রয়েছে পঞ্চায়েতের টেন্ডারে দুর্নীতির অভিযোগ। একটি মঞ্চের নামে ওই বয়ান দেওয়া হয়েছে। এভাবে দুনীর্তি তুলে ধরাকে সাধুবাদ জানিয়েছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র। তিনি জানান, এভাবেই শাসকদলের কীর্তিকলাপ সামনে আসছে। গোটা রাজ্যেই পঞ্চায়েতে এমন অনেক দুর্নীতি আছে। এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেমারি ১ এর ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি। তিনি জানান, এখন ই-টেন্ডারে সব কাজ হয়। রি-টেন্ডার করতে গেলেও কারণ লেখা থাকে। তবে যদি তিনি বা অন্য কেউ দুর্নীতি করে থাকেন তবে তদন্ত করে শাস্তি দেওয়া হোক। গ্রামবাসীরা জানান,ওই পোস্টার কারা দিয়েছেন তাদের জানা নেই। পোস্টার বিতর্ক নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডুর। তিনি জানান; রাতের অন্ধকারে পোস্টার দেওয়া কোনো বীরত্বের কাজ নয়। কারো কাউকে পছন্দ না হলেও পোস্টার দিতে পারে। তবে কাজ করতে গিয়ে ভুল হয়ে থাকলে নির্দিষ্ট জায়গায় অভিযোগ করা হোক। নিশ্চয়ই তার বিচার হবে। এভাবে কিছু হয় না।।