নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল। আজ সকালে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গদারডিহি গ্রাম পঞ্চায়েতের বাঁধকানা মোড় এলাকায় পোস্টারগুলি দেখতে পান স্থানীয়রা। পোস্টারগুলি কে বাঁ কারা দিয়েছে সে সম্পর্কেও কেউ কিছু জানাতে পারেনি। তৃনমূলের দাবী পোস্টার দিয়ে চক্রান্ত করছে বিজেপি। বিজেপির দাবী পোস্টার তাঁরা দেননি তবে পোস্টারের বক্তব্যকে তাঁরা সমর্থন করেন। দুর্নীতির অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরা। বাঁকুড়ার বাঁধকানা মোড় গদারডিহি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আজ সকালে এই বাঁধকানা মোড় এলাকায় সাদা কাগজে লাল কালীতে লেখা একাধিক পোস্টার দেওয়ালে সাঁটানো অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ওই পোস্টারে সাধারণ জনগণের নাম দিয়ে ওই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে ঘটনার তদন্তের দাবী জানানো হয়েছে। ওই পোস্টারগুলিতে মূলত সরকারি প্রকল্পে বাগান তৈরি ও একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আনা হয়েছে। পোস্টারে অভিযোগের তীর ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। পোস্টারে লেখা একশো দিনের কাজ করেও দীর্ঘদিন ধরে মজুরী না পাওয়ার অভিযোগ ও সরকারি টাকায় বাগান তৈরির ক্ষেত্রে বেনিয়মের অভিযোগকে ঘিরে স্থানীয়দের মধ্যেও যে ক্ষোভ রয়েছে তা স্থানীয় বাসিন্দাদের কথাতেও উঠে আসছে। ইতিমধ্যেই পোস্টার কাণ্ড নিয়ে এলাকায় শুরু হয়েছে শাসক বিরোধী চাপানউতোর।স্থানীয় বিধায়ক তথা তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতির দাবী এই ধরনের পোস্টার দিয়ে নোংরামি করছে বিজেপি। বিজেপির দাবী এই ঘটনার সঙ্গে তাঁদের কোনো যোগ না থাকলেও পোস্টারগুলির বক্তব্যকে তাঁরা সমর্থন করেন। পোস্টার ও গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো কথাই বলতে চাননি গ্রাম পঞ্চায়েত প্রধান ময়না রায় ও ওই পঞ্চায়েতের সদস্যরা।