নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ একদিকে এ রাজ্যে আলুর ভালো উৎপাদন ও অন্যদিকে সরকারী নীতির জেরে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ হওয়ায় রাজ্য জুড়ে আলুর দাম ক্রমশ নামছে। আলু ওঠার মরশুমে জলের দরে উৎপাদিত আলু বিক্রি করতে গিয়ে চূড়ান্ত লোকসানের মুখে রাজ্যের কৃষকরা। এই অবস্থায় অবিলম্বে রাজ্য জুড়ে সহায়ক মূল্যে আলু কেনা ও ভিন রাজ্যে আলু রপ্তানি চালুর দাবীতে বাঁকুড়ার ওন্দা বাজারে রাস্তার উপর আলু ফেলে পথ অবরোধ করল বাম পন্থী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। এদিন একই দাবীতে ওন্দা বাজারে মিছিল করেন কৃষক সভার কর্মী সমর্থকরা। পরে ওন্দা চৌরাস্তা মোড়ে রাস্তায় আলু ফেলে বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। অবিলম্বে দাবীপূরণ না হলে সেক্ষেত্রে আগামী ১১ মার্চ আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।