অভিষেকের যাত্রাপথ মসৃণ করতে কাটা হচ্ছে গাছের ডাল,বসবে না সাপ্তাহিক হাট   

0
61

সার্থক কুমার দে,অন্ডালঃ  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “নব জোয়ার” কর্মসূচির যাত্রাপথে বাধা কাটাতে কাটা হচ্ছে রাস্তার পাশে গাছের ডাল। যানজট এড়াতে উখরাতে ঐদিন বসবে না সাপ্তাহিক হাট। স্বাগত জানাতে রাস্তার উপর তৈরি করা হচ্ছে কাট আউট সহ তোরণ। ১৬ মে মঙ্গলবার নব জোয়ার কর্মসূচিতে পশ্চিম বর্ধমান জেলায় আসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচিকে সফল করতে জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনিক কর্তা ব্যক্তি ও শাসকদলের নেতাদের। ১৬ মে বীরভূম থেকে কাঁকসা দিয়ে পশ্চিম বর্ধমান জেলায় প্রবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর তিনটেয় লাউদোহা স্কুল মাঠে রয়েছে তার জনসভা। তারপর অন্ডাল ব্লকের উখরায় রোড শো-তে অংশ নেবেন অভিষেক। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা থেকে অন্ডাল-মাধাইগঞ্জ পথ ধরে আসবে অভিষেকের কনভয়। যাত্রাপথে যাতে কোনো বাধা না আসে সেই জন্য কাটা হচ্ছে রাস্তার দু’পাশের গাছের ডাল। শুক্রবার প্রশাসনের উপস্থিতিতে রাস্তার দু’পাশে থাকা গাছের ডাল কাটা হয়। শাসকদলের পক্ষ থেকে এদিন যন্ত্রের সাহায্যে পরিষ্কার করা হয় আনন্দমঠ বাসস্ট্যান্ড চত্বর। কেটে সাফ করা হয় রাস্তার দু’পাশে থাকা ঝোপঝাড়। এছাড়া অভিষেকের নব জোয়ার কর্মসূচির দিন উখড়া গ্রামের হাট বন্ধ থাকবে বলে জানা গেছে। প্রতি মঙ্গল ও শনিবার উখরায় বসে সাপ্তাহিক হাট। হাটের দিন সংলগ্ন রাস্তার উপর তৈরি হয় যানজট। যানজট এড়াতেই ঐদিন হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে সরপি মোড় থেকে শংকরপুর মোড় পর্যন্ত একাধিক জায়গায় রাস্তার উপর তৈরি করা হচ্ছে কাটআউট সহ তোরণ। অভিষেকের কর্মসূচি নিয়ে এখন সাজো সাজো ব্যাপার এলাকায়। তৃণমূলের অঞ্চল সভাপতি (উখরা) সরণ সাইগল জানান,অভিষেকের নব জোয়ার কর্মসূচি নিয়ে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। কর্মসূচিতে সফল করতে দলীয় নির্দেশ মেনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সরণবাবু।

LEAVE A REPLY