অভিষেকের ‘নব জোয়ার যাত্রা’নিয়ে প্রশাসনিক তৎপরতা

0
51

সংবাদদাতা, অন্ডালঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “নব জোয়ার যাত্রা” কর্মসূচী সফল করতে শুরু হয়েছে জোর প্রস্তুতি জেলা জুড়ে।মঙ্গলবার লাউদোহা স্কুল মাঠ পরিদর্শন করেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীও।‌ আগামী ১৬ মে ‘নব জোয়ার যাত্রা” কর্মসূচিতে পশ্চিম বর্ধমান জেলায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর ১৬ মে কাঁকসার পানাগড় হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবেন পশ্চিম বর্ধমান জেলায়। পানাগড় গুরুদুয়ারে প্রার্থনার মাধ্যমে যাত্রা শুরু করার কথা তার। পানাগড় ও উখরাতে রোড শো-তে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাউদোহা স্কুল মাঠে সভা করার কর্মসূচি রয়েছে অভিষেকের। মঙ্গলবার সভাস্থল পরিদর্শন করেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি অন্ডাল ওমর আলী মোল্লা, অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউদোহা থানার ওসি-রাও। তৃণমূল দলের পক্ষ থেকেও সভাস্থল পরিদর্শন করা হয়, সভাস্থল ঘুরে দেখেন দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। লাউদোহা স্কুল মাঠে জনসভার পর উখড়া ও জামুরিয়াতে রোড শো করে বারাবনি যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “নব জোয়ার যাত্রা” কর্মসূচি সফল করতে তৎপর হয়েছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, কর্মসূচি সফল করতে ইতিমধ্যে জেলা ও ব্লক স্তরে বৈঠক করা হয়েছে। গোটা যাত্রাপথে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম হবে বলে দাবি করেন নরেন্দ্রনাথ বাবু। কয়েকদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে খান্দরা কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ছাড়াও বিভিন্ন কলেজের ছাত্র নেতৃত্ব ও কর্মীরা। বুধবার একই বিষয় নিয়ে বৈঠক করে অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেস। অন্ডাল মোড়ে দলীয় কার্যালয়ে বৈঠকটি হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি কালোবরন মন্ডল ছাড়াও দলের বিভিন্ন শাখা সংগঠনের ব্লক নেতৃত্বও।

LEAVE A REPLY