লাউদোহা পঞ্চায়েতে একাধিক প্রকল্পের উদ্বোধন

0
151

সংবাদদাতা,লাউদোহাঃ  সোমবার লাউদোহা পঞ্চায়েতে একসাথে একাধিক প্রকল্পের উদ্বোধন হলো। জনগণের সুবিধার জন্যই এই প্রকল্পগুলি বলে জানালেন পঞ্চায়েত প্রধান। প্রকল্পগুলির মধ্যে রয়েছে পঞ্চায়েতের মিটিং রুম, সভাকক্ষ, সঞ্চালন রুম, মহিলাদের জন্য মাতৃসদন, শিশু ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আলাদা কক্ষ, ভ্রম্যমান লাইব্রেরি ও ই- লাইব্রেরী।‌ এদিন পঞ্চায়েত অফিস চত্বরে প্রকল্প গুলি উদ্বোধনের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে প্রকল্পের উদ্বোধন করেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন দুর্গাপুর-ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি হেমব্রম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চুমকি মুখোপাধ্যায়, সুজিত মুখোপাধ্যায়, পঞ্চায়েত প্রধান পিনাকী মুখোপাধ্যায়, সহ অন্যরা। প্রধান পিনাকী মুখোপাধ্যায় জানান, প্রতিদিন বিভিন্ন কাজে পঞ্চায়েত দফতরে এলাকার মানুষজন আসেন। তাই বিশেষ করে শিশু ও মহিলাদের কথা ভেবেই মহিলাদের জন্য মাতৃসদন ও শিশুদের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এতদিন স্থায়ী কোন অফিস ছিল না,স্থায়ী অফিস হওয়ায় এবার তাদের কাজ করতে সুবিধা হবে । ভ্রাম্যমান লাইব্রেরি এলাকার বিভিন্ন জায়গায় পৌঁছাবে। যে কেউ লাইব্রেরী থেকে বই নিয়ে পড়ার সুযোগ পাবে। কাজের সুবিধা ও সবার কথা ভেবেই এই প্রকল্প গুলি করা হয়েছে বলে জানান পিনাকীবাবু।

LEAVE A REPLY