নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ নন ব্রান্ডেড চাল সহ একাধিক খাদ্য পণ্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজ্য জুড়ে একদিন রাইসমিল বন্ধ রেখে প্রতিবাদ জানাল চাল কল মালিকরা। বেঙ্গল রাইসমিল এ্যাসোসিয়েশনের সহ সভাপতি রাজকুমার সাহানা জানান, আগে ব্রান্ডেড চাল ও আটার উপর জিএসটি লাগু ছিল। কিন্তু বর্তমানে নন ব্রান্ডেড চাল, আটা সহ মুড়ি, চিড়ে, খই সহ একাধিক খাদ্যপণ্যের উপর জিএসটি লাগু হতে চলেছে। আগামী ১৮ই জুলাই থেকে তা কার্যকর হতে চলেছে। এর প্রতিবাদেই আমরা একদিনের জন্য সমস্ত রাইসমিল বন্ধ রেখেছি। রাজকুমার বাবু প্রশ্ন তোলেন, যেখানে সোনার উপর ১.৫ শতাংশ জিএসটি ধার্য্য আছে সেখানে খাদ্যপণ্যের উপর ৫ শতাংশ কিভাবে লাগু করা যায়। তিনি আরও অভিযোগ করেন, স্বাধীনতার পর কোনো সরকার এভাবে প্রধান খাদ্যপণ্যের উপর কর বসায়নি। এর ফলে ছোট ছোট ব্যবসায়ীরা চরম সমস্যায় পরবে। প্রতিবাদ স্বরুপ শনিবার একদিনের জন্য রাইসমিল বন্ধ রাখা হয়েছে। এই কর প্রত্যাহার না করলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান রাজকুমার বাবু।