নন ব্র্যান্ড খাদ্য পণ্যের উপর ৫% জিএসটি,মিল বন্ধ রেখে প্রতিবাদ বেঙ্গল রাইস মিল সংগঠনের

0
277

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৫ জুলাই: মধ্যবিত্তদের উপর আরও বেশি খরচের কোপ পড়তে চলেছে। এবার নন ব্র্যান্ড চাল, আটা, ময়দা, সুজি, তেল, ডাল নিত্য খাদ্য পণ্যের উপর ৫% জি এস টি বসাচ্ছে কেন্দ্র। ১৮ জুলাই থেকেই কার্যকর করা হবে বলে অর্থ মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরই প্রতিবাদে শনিবার সারা দেশে চাল মিল বন্ধ রাখবেন সংগঠিত মালিকরা।  বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন এই প্রতীকী প্রতিবাদ জানাবে। সংগঠনের পক্ষ থেকে আয়োজিত ভার্চুয়ালি বৈঠকে সদস্যদের সম্মতিতে এই প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সম্পাদক মনোজ ফোগলা বলেন, “এক দিন মিল বন্ধ থাকার অর্থ আমাদের প্রচুর ক্ষতি। কিন্তু যে ক্ষতির সম্মুখীন অতি সাধারণ মানুষ হতে যাচ্ছেন তার চেয়ে অনেকটাই কম। তাই প্রতীকী প্রতিবাদ স্বরূপ রাজ্যের সব রাইস মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগে নন ব্র্যান্ড খাদ্য পণ্যে কোনও জি এস টি ছিল না। ফলে কাঁচা মাল, উৎপাদন খরচ, বহন ও উপভোক্তাদের কাছে পৌঁছানোর খরচ খুব কম পড়ত। কম দামেই নিত্য খাদ্য দ্রব্য ক্রয় করতে পারতেন সাধারণ মানুষ। এবার সেটা আর হচ্ছে না। কেন্দ্রের  ৫ শতাংশ জি এস টি চেপে যাবে বাড়তি। এটাও নামই ব্র্যান্ডের পণ্যের মতো জি এস টি দিতে হবে সাধারণ মানুষকে।” অন্যদিকে, জি এস টি সংগ্রহের তদারকি দেখভালের নামে সংশ্লিষ্ট মিল মালিকদের হয়রানি করবেন আধিকারিকরা। এমনও অভিযোগ বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের। কাজে ব্যাঘাত এবং নানা হয়রানির মুখোমুখি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না মিল মালিকরা। তাঁরা চান যে সব উপভোক্তারা নন ব্রান্ডেড চাল ও অন্যান্য খাদ্য দ্রব্য ক্রয় করেন তাঁরা সম্মিলিতভাবে গর্জে উঠুন।

LEAVE A REPLY