নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ স্কুলের পরিকাঠামোগত বিভিন্ন অভিযোগ রয়েছে। শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসেন অনিয়মিত। এই পরিস্থিতিতে স্কুলে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় অভিভাবকরা। ঘটনা বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের খয়েরপাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। পরিকাঠামোগত নানা সমস্যায় জর্জরিত খয়েরপাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। স্কুলের নিজস্ব ভবনের ছাদ থেকে ভেঙে পড়ছে সিমেন্টের চাঙড়। পার্শ্ববর্তী স্কুলের একটি পুরানো কাঁচাবাড়ি পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ঝোপ ঝাড়ে ঢাকা পড়েছে সেই পরিত্যাক্ত বাড়ি। সেখান থেকে মাঝেমধ্যে বিষধর সাপ বেরিয়ে আসে। স্কুলে পাঠিয়ে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে রীতিমত চিন্তায় থাকেন অভিভাবকরা। শুধু তাই নয় স্কুলের পানীয় জলের ট্যাঙ্ক খোলা অবস্থায় রয়েছে। ফলে বাধ্য হয়ে অস্বাস্থ্যকর জল পান করতে বাধ্য হয় স্কুলের পড়ুয়ারা। পঠন পাঠনের ক্ষেত্রেও ব্যাপক গাফিলাতির অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। অবিলম্বে স্কুলের এই বিভিন্ন বেনিয়মের প্রতিবাদে আজ খয়েরপাহাড়ি স্কুলে জমায়েত করে বিক্ষোভ দেখান এলাকার অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষা দফতরের আধিকারিকরা আস্বাস দিলে বিক্ষোভ ওঠে।স্থানীয় স্কুল পরিদর্শকের আশ্বাস সব দাবী গুলি অবিলম্বে মেটানোর ব্যবস্থা করবে শিক্ষা দপ্তর।