দিল্লির লক্ষীনারায়ন মন্দিরের আদলে তৈরী পুজোর উদ্বোধন মাধাইপুরে

0
166

সংবাদদাতা,লাউদোহাঃ বৃহস্পতিবার চতুর্দশীতে উদ্বোধন হলো লাউদোহার মাধাইপুর কোলিয়ারি সর্বজনীন দুর্গাপূজা মন্ডপের। এদিন সন্ধ্যায় মণ্ডপের উদ্বোধন করলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পুজো কমিটির সভাপতি কাঞ্চন ঘোষ, গৌতম ঘোষরা জানান,এবার পুজোর বাজেট ১২ লক্ষ টাকা। মন্ডপ তৈরি হয়েছে দিল্লির লক্ষীনারায়ন মন্দিরের আদলে। মন্ডপ উদ্বোধনের পর আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল নাচ,গানের আয়োজন। পুজোর চার দিন সংস্কৃতি ও বিচিত্রা অনুষ্ঠানের পাশাপাশি একাদশীর দিন হবে বাজি প্রদর্শনী। কমিটির পক্ষ থেকে গৌতম ঘোষ জানান, কোভিডের কারণে গত দুবছর পুজো হলেও কোন অনুষ্ঠান হয়নি। বিধি নিষেধ উঠে যাওয়ায় এবার পুজো ঘিরে স্থানীয়দের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।

LEAVE A REPLY