সংবাদদাতা,অন্ডালঃ সেলিব্রেটি বা রাজনীতিবিদ নয়, ফিতে কেটে মন্ডপের উদ্বোধন করলেন কৃতি ছাত্র। কৃতিকে সম্বর্ধিত করতেই এই উদ্যোগ বলে জানালেন পুজো মণ্ডপের কর্তারা। পুজো উদ্বোধনের এমনই এক অন্যরকম ছবি দেখা গেল অন্ডালের সংঘশ্রী সংঘ সর্বজনীন পুজোর মন্ডপের উদ্বোধনে। পঞ্চমীর সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন হয়েছে। ফিতে কেটে মণ্ডপের দারোদঘাটন করেন কৃতি ছাত্র সন্তু সাধু। অন্ডাল হাই স্কুলের ছাত্র সন্তু সাধুর এবার উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬৬০। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্ডাল ব্লকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে সন্তু। এবার ৭৩ বছরে পড়ল এলাকার অন্যতম এই পুজো। ৭ লাখ টাকা বাজেটের এই পুজোর এবার মণ্ডপ তৈরি হয়েছে দিল্লির ইসকন মন্দিরের আদলে। উদ্যোক্তারা জানান, কৃতি ছাত্রকে সম্বর্ধিত করতেই তার হাত দিয়ে পুজোর উদ্বোধনের এই অভিনব উদ্যোগ। পঞ্চমীর সন্ধ্যায় অন্ডাল ব্লকের আরো বেশ কয়েকটি পুজোর উদ্বোধন হয়েছে। যেমন উখড়া গ্রামের বিবিরবাধ পাড়ার জাগৃতী সংঘের পুজো এবার পড়ল ৩২ বছরে। মন্ডপের উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এলাকার মহিলাদের দ্বারা পরিচালিত খান্দরা সর্বজনীন দুর্গাপুজো এবার পড়ল দ্বিতীয় বর্ষে। হাইস্কুল চত্বরে আয়োজিত এবার পুজোর থিম গ্রাম বাংলা। পুজোটির উদ্বোধন করলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অন্ডাল পশ্চিম পল্লীর পুজো মণ্ডপেরও উদ্বোধন করেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। পশ্চিম পল্লীর পুজো এবার ৫৩ বছরে পড়ল। কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মন্ডপ।