সাথী প্রামানিক, পুরুলিয়া, ৯ অক্টোবর: বামেদের ক্ষমতায় থেকেও পূর্ণ রূপ পায় নি পুঞ্চার জামবাইদ অঞ্চলের গোপীনাথপুর গ্রামের একটি রাস্তা। তৃণমূলের আমলেও বদলায় নি পরিস্থিতি। দুই কিলোমিটার দীর্ঘ ওই রাস্তার বেহাল অবস্থা হয়ে যায় বর্ষায়। আজ লক্ষীপূজার ব্যস্ততার মধ্যেও সেই বেহাল রাস্তার পরিদর্শনে যান সভাধিপতি সুজয় ব্যানার্জি। আদিবাসী অধ্যুষিত গ্রাম গোপীনাথপুর। গ্রামবাসীদের অনুরোধে গোপীনাথপুর থেকে বানসা যাওয়ার রাস্তার বেহাল রাস্তার সরেজমিনে পরিদর্শন করে গ্রামবাসীদের সাথে কথা বলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রায় ২ কিমি রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অন্তর্গত গোপীনাথপুর থেকে বানসা গ্রাম পর্যন্ত রাস্তাটি কেন হয়নি তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথা দেন সভাধিপতি। এদিন গ্রামের দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে স্বস্তি পান বাসিন্দারা। সভাধিপতির সঙ্গে ছিলেন পুঞ্চার পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ চন্দ্র মাহাতো।