কংগ্রেসের ‘ভারত জোড়ো’ পদযাত্রা পুরুলিয়ায়

0
150

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৯ অগাষ্ট: ইংরেজদের তাড়াতে  আজকের দিনই ৯ আগস্ট ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সূচনা করেছিল কংগ্রেস। সেই ধাঁচেই এবার দেশের মূল্য বৃদ্ধি, বেকারত্ব,  ভেদাভেদ রাজনীতি সহ একাধিক ইস্যু নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘ভারত জোড়ো’ পদযাত্রার সূচনা হলো দেশ জুড়ে।পুরুলিয়া জেলাতেও এর সূচনা হল আজ। জেলার হুড়া থানার জোড়টাড় গ্রামের গান্ধী ময়দান থেকে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর নেতৃত্ব ‘ভারত জোড়ো’ পদযাত্রার সূচনা হয়। পদ যাত্রা শেষ হবে আগামীকাল ঝালদার শহীদ সত্য কিঙ্কর  সমাধি স্থলে। প্রায় ৭৫ কিলোমিটার দীর্ঘ এই পদ যাত্রা ৬০ এ বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়ক দিয়ে লক্ষণপুর হয়ে হুটমুড়া ভাঙরা, পুরুলিয়া শহর হয়ে বেলকুড়ি অবধি হয়। সেখানে রাত্রি বাসের পর সকালে সেই যাত্রা আবার শুরু হবে। রাঁচি রোড দিয়ে  চাষমোড় , জয়পুর হয়ে ঝালদায় শেষ হবে।

LEAVE A REPLY