নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বুধবার বর্ধমান-কাটোয়া রেল শাখার বলগোনা রেল স্টেশন চত্বরে হকার উচ্ছেদের ঘোষণা করা হয় রেল কর্তৃপক্ষের তরফে।কিন্তু বুধবার সকাল থেকেই প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস।পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা রেল স্টেশন চত্বরে ১০৫টি হকার রয়েছে। তারা দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে ব্যবসা করে আসছে এই রেলটেশন সংলগ্ন এলাকায়।প্রতিবাদ মিছিল করা হয় পরে রেল আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের দাবি, অবিলম্বে হকারদের পুণর্বাসন করতে হবে তবেই এই হকার উচ্ছেদ করা যাবে। উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনার, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি পাপাই পাসারি, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী ও বলগোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান।