কৌতুহলবশতঃ রেলের ওভারহেড তারের কাছে হাত দিতেই বিস্ফোরনে ঝলসে গেল বালক

0
91

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ রেলের ওভারহেড তারের কাছাকাছি হাত নিয়ে গেলে কি হয়! কৌতুহলবশত তা দেখার জন্য রেল ওভারব্রিজের ওপর রাস্তার ধারে ফুটপাতের ফাটল দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছিলে দশ বছরের একটি বাচ্চা ছেলে। তারপর যা ঘটল একেবারে হাড়হিম করা ঘটনা। প্রচন্ড শব্দে বিস্ফোরণে কেপে ওঠে এলাকা। সঙ্গে আগুনের ঝলকানি। তাতে ওই ছাত্রের হাত ও মুখের একাংশ ঝলসে যায়। ঘটনাটি কোক-ওভেন থানার অধীন গ্যামনব্রিজের। বূধন সাউ নামে ওই বাচ্চাটি বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাসপাতালের সুপার ধীমান মন্ডল ‘বাচ্চাটির বুকের ওপরের অংশ হাত,মুখ আগুনে ঝলসে গেছে। চিকিৎসা চলছে। আপাতত স্থিতিশীল আছে বাচ্চাটি।’চতুর্থ শ্রেণীর ছাত্র বূধন সাউয়ের বাড়ি গ্যামনব্রিজের অদূরে গ্যারাজ মোড়ে। গত  ২৫ এপ্রিল দুপুর বারোটা নাগাদ দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলেতে যাচ্ছিল বূধন। রাস্তায় দুর্গাপুর স্টেশন থেকে অন্ডালগামী রেলওভার ব্রিজের ওপর রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটছিল বূধন। ফুটপাতটি কংক্রিটের স্লাভ দিয়ে তৈরি। কয়েক জায়গায় কংক্রিটের স্লাভ ভেঙে অনেকটা ফাঁক হয়ে গেছে। সেই ফাঁক দিয়ে রেলের ওভারহেড তার দেখা যায়। হঠাৎই ওই ফাঁক দিয়ে নিজের একটি হাত ঢুকিয়ে দেয় বূধন। মুহুর্তের মধ্যে প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয় ও চারিদিকে আগুনের ঝলকানি দেখা যায়। ঝলসে যায় বূধন। ওই অবস্থায় ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে বূধন। একটু দূরে একটা দোকানের সামনে গিয়ে পড়ে যায়। ঝলসানো অবস্থায় বূধনকে দেখে হতবাক হয়ে যান পথচলতি মানুষ ও আসপাশের দোকানদাররা। দগ্ধ অবস্থায় বেশ কিছুক্ষন ওই দোকানের সামনে পড়ে থাকার পর বূধনের বাবা ও মা ঘটনাস্থলে আসে। তাঁকে তুলে মহকুমা হাসপাতালে নিয়ে যান।

LEAVE A REPLY