৫ এপ্রিল ফের রেল অবরোধের ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ

0
96

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৭ মার্চঃ ফের রেল রোকো আন্দোলনের ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ। এই খবর পেয়েই তড়িঘড়ি বিধাননগরের ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অফিসে প্রশাসনিক বৈঠকের জন্য সমাজের প্রতিনিধিদের আহ্বান জানানো হল। মঙ্গলবার, বিধাননগরের ওই অফিসে সংশ্লিষ্ট বিভাগ ও কমিশনের প্রতিনিধি, জেলাশাসকদের অথবা তাঁদের প্রতিনিধি, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের আধিকারিক ও আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিরা বৈঠক করবেন। ওই বৈঠকে যোগ দেবেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। তিনি বলেন, “আমরা ওই বৈঠকে কেন্দ্রের কাছে সদ্য পাঠানো রিপোর্ট দেখব এবং প্রতিলিপি হাতে নেব। এছাড়া আমাদের দাবির পক্ষে কী কী তথ্য প্রমাণ দেওয়া হয়েছে তাও খতিয়ে দেখব। অন্যথা হলে রেল রোকো কর্মসূচি জারি থাকছেই।” প্রসঙ্গত, কুড়মি জাতীকে তপসিলি উপজাতি তালিকাভুক্ত করা, সারনা ধর্মকে স্বীকৃতি, কুড়মি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভূক্তর আগামী ৫ এপ্রিল সকাল ৬ টা থেকে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছে কুড়মি সমাজ । পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশন এবং ঝাড়গ্রামের খেমাশুলি স্টেশনে আন্দোলনের কথা ঘোষণা করেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো । উল্লেখ্য, গত বছরের ২০ সেপ্টেম্বর থেকে টানা পাঁচদিন ধরে রাজ্যের চার রেল স্টেশনে রোকো আন্দোলনে সামিল হয়েছিল কুড়মি সমাজ। স্তব্ধ হয়ে গিয়েছিল পুরুলিয়ার সহ চার জেলাররেল পরিষেবা। রেল চলাচল প্রভাব পড়ে বিভিন্ন রাজ্যেও। সেই সময় প্রশাসন থেকে প্রশাসনিক প্রতিশ্রুতি মিললেও দাবি পূরণ না হওয়ায় ফের রেল অবরোধের রাস্তায় নামতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ। এই আন্দোলনে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য আদিবাসী কুড়মি সমাজের সদস্যদের সাথে আলোচনা করা হবে বলে জানালেন তৃণমূল মুখপাত্র শান্তিরাম মাহাতো।

LEAVE A REPLY