আদিবাসীদের রেল অবরোধ পুরুলিয়ার কাঁটাডিতে, বিপাকে যাত্রীরা

0
47

সাথী প্রামানিক,পুরুলিয়া,১১ ফেব্রুয়ারি: আদিবাসী সেঙ্গেল অভিযান বিক্ষোভের জেরে দক্ষিণ পূর্ব রেলের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়। এছাড়া দূর পাল্লার কিছু ট্রেন যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া ও সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৮১১৬/ ১৮১১৫ চক্রধরপুর গোমো প্যাসেঞ্জার আপ এবং ডাউন বাতিল করা হয়েছে। ১৮১৮৩ টাটা দানাপুর এক্সপ্রেস বাতিল বলে ঘোষণা করেছে। যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে হাতিয়া টাটা আপ এবং ডাউন  এক্সপ্রেস, ধানবাদ টাটা আপ এবং ডাউন এক্সপ্রেস, ঝাড়গ্রাম পুরুলিয়া আপ এবং ডাউন, আসানসোল টাটা আপ এবং ডাউন মেমুর। এছাড়া যাত্রাপথ ঘোরানো হয়েছে হাওড়া চক্রধরপুর, পুরী নিউদিল্লি সুপার ফাস্ট এক্সপ্রেস। এতে চরম সমস্যায় পড়েন যাত্রীরা। বিকল্প ব্যবস্থা তেমন না থাকায় হয়রানি হয় যাত্রীদের।পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে আদিবাসী সেঙ্গেল অভিযানের অবরোধের জেরে সকাল সাড়ে ছ’টা সম্পূর্ণ বন্ধ ছিল দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়া চান্ডিল রেল শাখায় ট্রেন চলাচল। পুরুলিয়া চান্ডিল শাখার কাঁটাডি স্টেশনে অবরোধ হয়। বিকেল পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া নিয়ে অনড় ছিলেন অবরোধকারীরা।  এর জেরে ইতিমধ্যেই বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন। বহু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সংক্ষিপ্ত করা হয়েছে যাত্রাপথ। রেল সূত্রে জানা গেছে এদিন বাতিল হওয়া ট্রেন গুলির মধ্যে রয়েছে গোমো চক্রধরপুর মেমু এক্সপ্রেস, টাটানগর দানাপুর এক্সপ্রেস, টাটানগর  আসানসোল প্যাসেঞ্জার স্পেশাল। যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে হাতিয়া টাটানগর এক্সপ্রেসকে পুরুলিয়ায়, ধানবাদ টাটানগর এক্সপ্রেসকে আদ্রায় এবং ঝাড়গ্রাম ধানবাদ মেমুকে বরাভূম স্টেশনে। পুরুলিয়ার কাঁটাডিতে রেল অবরোধের ডাক দেয় আদিবাসী সংগঠন ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। জনগণনায় সারনা ধর্মের পৃথক কোডের উল্লেখ করা, জৈনদের হাত থেকে ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়কে আদিবাসী জনজাতিদের হাতে তুলে দেওয়া-সহ একাধিক দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছিল আদিবাসী সেঙ্গেল ‘অভিযান’। সংগঠনের পুরুলিয়া জেলায়  শনিবার সকাল থেকে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা-চান্ডিল শাখার কাঁটাডি স্টেশনে অবরোধ করে লাইনের উপর স্লোগান দিয়ে মিছিল করেন অবরোধকারীরা।  বিকেলে অবরোধ উঠে যায়। রাত্রে ওই শাখায় রেল চলাচল স্বাভাবিক হয়।

LEAVE A REPLY