‘সুভাষবাদই ভারত নেতাজির ভারত সমাজবাদী ভারত’ স্লোগানে পুরুলিয়ায় দুর্গ ফেরাতে মরিয়া ফরওয়ার্ড ব্লক

0
117

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৬ নভেম্বর: প্রতিষ্ঠাতাকে পাথেয় করেই পুরুলিয়ায় পঞ্চায়েতের দুর্গ ফেরাতে মরিয়া ফরওয়ার্ড ব্লক।  নেতাজি সুভাষচন্দ্র বসুর গড়া দল যুব সমাজকে উদ্বুদ্ধ করতে সাংগঠনিক শক্তিকে বাড়াতে প্রাধান্য দিচ্ছে। ‘সুভাষবাদই ভারত নেতাজির ভারত সমাজবাদী ভারত’ স্লোগান তুলে জেলার অঞ্চলের পর ব্লক সম্মেলন করছে ফরওয়ার্ড ব্লক। বিজেপি ও তৃণমূলের যাঁতাকলে পড়ে দুর্বল হয়ে পড়ে এই বাম শরিক। ত্রিস্তর  পঞ্চায়েত নির্বাচন থেকেই ঘুরে দাঁড়াতে অঞ্চল কমিটির পর ২৯ অক্টোবর থেকে ব্লক সম্মেলন শুরু হয়েছে তাদের। দলের পতাকা পরিবর্তন হয়েছে, লাল প্রেক্ষাপটের উপর লাফানো বাঘ। কাস্তে হাতুড়ি নেই। নতুন এই পতাকাকে সামনে রেখেই পুরনোদের দলে ফিরিয়ে আনার আহ্বান করছেন নেতৃত্বরা। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ডা. অসীম সিনহা বলেন, “প্রচুর নেতা কর্মী দলে ফিরছেন। ৭ ও ৮ জানুয়ারি জেলা সম্মেলন হবে বাঘমুন্ডিতে। নভেম্বর মাস জুড়ে চলবে ব্লক কমিটির সম্মেলন। ডিসেম্বর মাসে জেলা সম্মেলনের সাংগঠনিক প্রস্তুতি চলবে। একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হবে।” আজ দলের আড়ষা লোকাল কমিটির ১৯ তম সম্মেলন অনুষ্ঠিত হল হেঁসলা মোড়ে। সম্মেলনের শুরুতে দলীয় পতাকা উত্তোলন, শহীদের বেদীতে মাল্যদান, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের পর একটি মিছিল হেঁসলা মোড় পরিক্রমা করে। তাৎপর্যপূর্ণভাবে ২০০ জন প্রতিনিধি বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত ছিলেন সম্মেলনে। ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মিহির মাঝি, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অসীম সিনহা সহ জেলা নেতৃত্ব।

LEAVE A REPLY