নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারের ভান্ত্র নীতির প্রতিবাদে পথে নামলো তৃনমূল। আজ বাঁকুড়ার ওন্দা বিধানসভার রতনপুরে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল পথসভা আয়োজন করা হয়।এই প্রতিবাদে উপস্থিত ছিলেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক চ্যাটার্জী, রতনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক ঘোষ, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মদক্ষ অংশুমান চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এদিনেই প্রতিবাদ মিছিল রতনপুর বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে রতনপুর বাসষ্ট্যান্ড এলাকায় একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে মূল্যবৃদ্ধির হ্রাস করতে হবে, না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন তৃণমূল নেতাকর্মীরা, এমনটাই হুমকি দিয়েছেন তৃণমূল নেতৃত্বে।