সংবাদদাতা,অন্ডালঃ রবিবার উখরা রোটারি ক্লাব ও “সহজ পাঠ” শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পোলিও মুক্ত সমাজ গড়ে তোলার বার্তাকে সামনে রেখে বের করা হয় একটি সচেতনতা পদযাত্রা। উখরা কে বি ইনস্টিটিউশন স্কুল গেট থেকে এই পদযাত্রার সূচনা হয়। বাজপাই মোড় বাজার ঘুরে ফের একই জায়গায় এসে শেষ হয়। প্রতিষ্ঠানের পড়ুয়ারা ছাড়াও এই সচেতনতা যাত্রায় পা মেলান প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারাও। রোটারি ক্লাব ও সংস্থার পক্ষে স্বর্ণালী দে ও রম্বানী সরকার জানান, আজ বিশ্ব পোলিও দিবস। পোলিও মুক্ত সমাজ গড়া আমাদের সবার লক্ষ্য। এই বিষয়ে সাধারন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই আজকের এই আয়োজন বলে জানান তারা।