নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বিশ্ববিখ্যাত ভাস্কর শিল্পী রামকিঙ্কর বেইজের বাঁকুড়ার যুগিপাড়ার জন্মস্থানকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হলো। বুধবার বিখ্যাত ভাস্করের জন্মভিটেতে উন্মোচন করা হল ফলক। সেই ফলকে পদবি বিভ্রাটকে ঘিরে তৈরি হলো বিতর্ক। অনুষ্ঠানে ডাক পেলেন না রামকিঙ্কর বেইজের পরিবার, উগরে দিলেন ক্ষোভ। বাঁকুড়ার সন্তান বিশ্ববিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজ। বুধবার হেরিটেজ কমিশনের তরফ থেকে বাঁকুড়া শহরের আট নম্বর ওয়াড়ের যুগিপাড়ায় শিল্পীর জন্মভিটেকে হেরিটেজ কমিশনের স্বীকৃতি দেওয়া হলো এদিন। আনুষ্ঠানিকভাবে শিল্পীর জন্মভিটেতে বসানো হলো হেরিটেজ কমিশনের পক্ষ থেকে ফলক। সেই ফলকে শিল্পীর জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। হেরিটেজ কমিশনের তত্বাবধানে বাঁকুড়া পুরসভার সহায়তায় এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন হেরিটেজ কমিশনের আধিকারিক,চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য্য, রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিক ও বাঁকুড়া পুরসভা কর্তৃপক্ষ। এদিনের যে ফলকের উন্মোচন হয়েছে সেই ফলকের বানান ভুল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রামকিঙ্গর বেইজের জায়গায় লিখা হয়েছে রামকিঙ্কর বেজ। এমন ভুল কেন হল যা নিয়ে উঠছে প্রশ্ন। এখানেই শেষ নয়। রামকিঙ্করের জন্মভিটেতে অনুষ্ঠান কিন্তু সেখানে ডাক পাননি তার পরিবারের বর্তমান সদস্যরা। রামকিঙ্কর বেইজের নাতির দাবি, এতবড়ো অনুষ্ঠান হল স্বীকৃতি দেওয়া হচ্ছে অথচ পরিবারের লোকজনকে ডাকা হল না,ক্ষোভ উগরে দিলেন রামকিঙ্কর বেইজের পরিবারের সদস্যরা। এটা লজ্জার প্রতিক্রিয়া বিজেপির। যদিও পরিবারের লোকজনকে আমন্ত্রন জানানো হয়েছিলে বলে দাবি বাঁকুড়া পৌরসভার। তাড়াহুড়োর কারণেই ভুল হয়েছে মেনে নিয়েছেন হেরিটেজ কমিশনের আধিকারিক।পদবির বানান ভুলের বিষয়টি ঠিক করে দেওয়ার কথা জানানো হয়েছে হেরিটেজ কমিশন ও পুরসভার তরফ থেকে।