নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ সম্ভাবনা ছিল এবারও রামনবমী শোভাযাত্রাকে ঘিরে অশান্তির তৈরি হতে পারে। সেকারনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। গতবারের মতো এবারও বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার একটি বিশেষ অংশে আগেভাগেই বাঁশ দিয়ে ব্যারিকেট করার ব্যবস্থা করে পুলিশ ও প্রশাসন। কিন্তু সব আশায় জল ঢেলে দিয়ে এবার শান্তিপূর্ণভাবেই পুলিশের দেওয়া রুটে চলেই শেষ হলো বাঁকুড়ার রামনবমীর শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, মাতলেন লাঠি খেলায়। সারা দেশের পাশাপাশি আজ বাঁকুড়া জেলাতেও মহা সমারোহে শান্তিপূর্ণ ভাবে পালিত হলো রামনবমী। এদিন রামনবমী উপলক্ষে বাঁকুড়া শহরের পাঁচবাগা ময়দান থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। ঢাক, ঢোল, তাসা সহযোগে এই বর্নাঢ্য শোভাযাত্রায় বিশেষ নজর কাড়ে মহিলা ঢাকিদের উপস্থিতি। শোভাযাত্রা শহরের পাঁচবাগা, নতুনচটি, কলেজ মোড়, মাচানতলা,চকবাজারের রাস্তা অতিক্রম করে লালবাজার মোড়ে শেষ হয়। গতবছর এই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল বাঁকুড়ার মাচানতলা এলাকায়। সেখানে পুলিশ শোভাযাত্রাকে অন্য পথ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের সাথে দফায় দফায় পুলিশের সংঘর্ষ বাঁধে। গত বছরের সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার রামনবমীর মিছিলকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরী করে পুলিশ ও প্রসাশন।বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয় বাঁকুড়ার মাচানতলার একটি বিশেষ অংশ। মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স, রএফ। শোভাযাত্রার রুট ঘিরে মোতায়েন করা হয় অসংখ্য পুলিশ কর্মী। শোভাযাত্রায় অগণিত মানুষের সঙ্গে অংশ নেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। কখনো হুডখোলা গাড়িতে, কখনো আবার পায়ে হেঁটেই শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেলো কেন্দ্রীয় মন্ত্রীকে। লাঠি হাতে নিয়ে সাবলীল লাঠি ঘুরালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।